
জনাব মোঃ এনায়েত উল্লাহ
১৪ জুলাই, ২০২৫ মহাপরিচালক হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এ যোগদান করেন। এ দপ্তরে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) হিসাবে কর্মরত ছিলেন।
তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আব্দুল করিম এবং মাতা জামিলা খাতুন। তিনি পাবনা জেলা স্কুল থেকে এস.এস.সি, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন এবং বিআইটি, খুলনা যা বর্তমানে KUET হতে পুর কৌশলে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
জনাব মোঃ এনায়েত উল্লাহ ১৯৯৩ সালের ২১ জুন সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যোগদান করেন এবং বিভিন্ন স্তরে নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করেন। তিনি বাপাউবোর গাইবান্ধা, লালমনিরহাট ও ফরিদপুর জেলার বোয়ালমারীর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসাবে কাজ করেন। নির্বাহী প্রকৌশলী হিসাবে তিনি লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি প্রধান কার্যালয়ে গুচ্ছ প্রকল্প, ডিজাইন সার্কেল-১, ডিজাইন সার্কেল-৫, পরিকল্পনা-১ এ নির্বাহী প্রকৌশলীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পরবর্তীতে কার্যক্রম পরিদপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাপাউবোর ডিজাইন এন্ড রিসার্স এর দপ্তরের প্রধান প্রকৌশলী হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জনাব মোঃ এনায়েত উল্লাহ দেশে-বিদেশে অনেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন। তন্মধ্যে জাপানে Capacity Development of Management for Sustainable Water, ইন্দোনেশিয়ায় Financial Management ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া কর্মজীবনে তিনি দেশে অনেক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
জনাব মোঃ এনায়েত উল্লাহ ও মিসেস নাজনীন নাহার-এর একমাত্র কন্যা নাহিয়ান মাশিয়াত এনায়েত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং তাঁদের একমাত্র পুত্র নাজিফ ইশমাম এনায়েত বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।